
ময়ূরেশ্বর, আমার খবর : বীরভূমের সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পেল বিজেপি ৷ জেলার ময়ূরেশ্বরের ইটাহাট সমবায়ে ৯টি আসনেই জয়লাভ করল তারা ৷ উত্তর ২৪ পরগনার গাইঘাটার পর বীরভূমে সমবায় নির্বাচনেও জয়ী হল গেরুয়া শিবির ৷ মুখ থুবড়ে পড়ল শাসক তৃণমূল ও বিরোধী কংগ্রেস ৷
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “ইটাহাট সমবায় সমিতির নির্বাচন ছিল ৷ দীর্ঘদিন ধরে তৃণমূল ও রাজ্য সরকার এই নির্বাচন করতে দেয়নি ৷ গায়ের জোরে নির্বাচন স্থগিত রেখেছিল ৷ আজ নির্বাচন হয়েছে ৷ এখানে ন’টি আসনেই বিজেপি জয়লাভ করেছে ৷ ফলাফল বিজেপির পক্ষে ৯-০ ৷ এখান থেকেই সারা বাংলার চিত্রটি পরিষ্কার হয়ে যাচ্ছে ৷” তিনি আরও জানান, এই ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকে তৃণমূলের এমন কোনও নেতা নেই যিনি দুর্নীতি করেননি ৷ তার প্রতিবাদে বিজেপিকে এই জয় উপহার দিয়েছে মানুষ ৷ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সকলে জোট বেঁধেছে ৷

দীর্ঘ পনেরো বছর বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ইটাহাট সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন হয়নি ৷ নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ ৷ নির্বাচনে কোনও অশান্তি হয়নি ৷ যথারীতি লাইনে দাঁড়িয়েই ভোট দিয়েছেন সকলে ৷ মোট ২৫ জন প্রার্থী ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ মোট ভোটারের সংখ্যা ৯২৮ ৷ এর মধ্যে ভোট পড়েছে ৬১৮টি ৷ ৬টি ভোট বাতিল হয় ৷
ফল প্রকাশ হতে দেখা যায় ৯টি আসনেই জয়লাভ করেছেন বিজেপির প্রার্থীরা ৷ দলের বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে শুরু হয় গেরুয়া আবির খেলা ও মিষ্টি মুখ করানো ৷ এর আগে ৪ জুলাই উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন হয় ৷ প্রায় দশ বছর পর হওয়া এই নির্বাচনে ১২টি আসনের সব ক’টিতেই জয়ী হন বিজেপির প্রার্থীরা ৷
এবার সমবায় সমিতির নির্বাচনের সব আসনেই পদ্ম ফুটল ৷