
সিউড়ি, আমার খবর : ডিভাইস সহ এটিএম জালিয়াতির মূল মাথাকে গ্রেফতার করল মহম্মদ বাজার থানার পুলিশ।
গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মহম্মদ বাজার থানার পুলিশ মহম্মদ বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম জালিয়াতি করার সময় একজন এটিএম জালিয়াতির মূল মাথাকে ডিভাইস সহ হাতে নাতে গ্রেফতার করে।

ধৃত বাড়ি আসানসোল। নির্দিষ্ট ধারায় মামলা করে ধৃতকে এদিন আদালতে তোলা হয়।