বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : ঝড় বৃষ্টির দুর্যোগময় বিকাল। ঠিক সেই সময় স্বপ্নাদেশ পেলেন এক পড়ুয়া। সিয়ানের সুখবাজারের ২৫০ বছরের পুরোনো দুর্গামন্দিরে ঘটল অলৌকিক ঘটনা। সাদা থানে লাল পায়ের ছাপ আর লালশালুতে জড়ানো দেবীর পদচিহ্ন। মিলে গেল স্বপ্নাদেশ। তারপরেই ঢাক-ঢোল বাজিয়ে দেবীর আগমনের উদযাপন করা শুরু করলেন গ্রামবাসী। সিনেমা কিংবা সাহিত্যে এমন ঘটনার কথা কখনও সখনও শোনা যায়। তবে সিয়ানের সুখবাজারে সত্যি করে ঘটল এমন ঘটনা। আজ সকাল থেকেই শুরু হয়েছে পূজার্চনা। গ্রামবাসী অনুপ মণ্ডল জানান, তাঁর ভাই রাজদীপ মণ্ডল স্বপ্নাদেশ পান গতকালই। সেই অনুযায়ী ঝড়-বৃষ্টি শেষে দুর্গা মন্দিরে এসে এমন অলৌকিক ঘটনা দেখতে পান তাঁরা। পদচিহ্ন থাকা সাদা থানটি যে পুকুরে মায়ের ঘট ভর্তি এবং বিসর্জন করা হয় সেখানেই বিসর্জন করেছেন। তবে লালশালু জড়ানো পদচিহ্ন প্রতিষ্ঠা করে চলছে পূজার্চনা।

অন্য এক গ্রামবাসী মহাদেব ঘোষ জানালেন, রবিবার বিকেলে ঝড় বৃষ্টির সময়ে এই দৈবিক ঘটনা ঘটে। এই মন্দিরেই দীর্ঘদিন দুর্গাপুজো করেন সিয়ান দিঘীপাড়ার পুরোহিত গৌতম অধিকারী। তিনি জানালেন, গ্রামবাসী নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে পুজো করেন প্রতিবার। এবার এমন ভাবেই দেবীর আগমন হয়েছে। সকলের মঙ্গলার্থে পুজো করছেন তিনি।