জেলার খবর
Trending

পথের দাবিতে পথ অবরোধ রামপুরহাটে।

রামপুরহাট, আমার খবর : রামপুরহাট শহরের শ্রীফলা মিলিটারি রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। রামপুরহাট পৌরসভার ১,৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিন সকাল ন’টা থেকে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেন শ্রীফলা রোডের লোকাপাড়া মোড়ে। প্রায় দু’ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল প্রশাসনে আশ্বাসের সেই অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
এলাকাবাসীদের অভিযোগ বীরভূমের রামপুরহাট পুরসভার অধীন শ্রীফলা মোড় থেকে সুন্দিপুর মোড় পর্যন্ত মিলিটারি রোড দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে রাস্তা। রাস্তা খারাপের ফলে রামপুরহাট পুরসভার ১, ৩, ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ছাড়াও রামপুরহাট ১ ব্লকের কুসুম্বা আয়াস, নারায়ণপুর অঞ্চল-সহ নলহাটি ১ ব্লকের হরিদাসপুর অঞ্চলের বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার খানাখন্দে সাইকেল মোটর সাইকেল-সহ অন্যান্য যানবাহন চালানো মুশকিল হয়ে পড়েছে। এ ছাড়া রাস্তার বেহাল দশায় শুকনো অবস্থায় পাথরের উপর দিয়ে চলাচল করতে হয় অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে। আবার বর্ষাকালে রাস্তায় জল জমে দুর্ঘটনা ঘটছে, ক্ষতি হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা।

Related Articles

Back to top button