জেলার খবর
সতীপীঠ ফুল্লরা তলায় মেয়েকে সাথে নিয়ে পুজো দিলেন কেষ্ট।

লাভপুর, আমার খবর : বীরভূমের লাভপুর সতীপীঠ ফুল্লরাতলায় পুজো দিলেন এস আর ডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল। মেয়ে সুকন্যা মন্ডলকে নিয়ে এদিন দুপুরে হাজির হন সতীপীঠ ফুল্লরাতলায়। মাকে নতুন বস্ত্র পরিধান পরিযয়ে, হাত জোড় করে সকলের মঙ্গল কামনায় পুজো দেন। সাংবাদিকদের জানান পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি রাজ্যে মঙ্গল কামনা করেন মায়ের কাছে।

অপরদিকে লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূল সভাপতি খুনের ঘটনায় অনুব্রত মণ্ডল বলেন খুবই দুঃখজনক ঘটনা! এখানকার স্থানীয় বিধায়ক অভিজিৎ সিনহা পুলিশকে যা বলার বলেছে। পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করে বিচার করবেন।