"আমার মৃত্যুর জন্য দায়ী মল্লারপুরথানার বড়বাবু।পাঁচ পাতার সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুব।

মল্লারপুর, আমার খবর : “আমার মৃত্যুর জন্য দায়ী মল্লারপুরথানার বড়বাবু। পাঁচ পাতার সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুব।থানার ওসির নামে মারধোর করার অভিযোগ তুলে সুইসাইড নোটে লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। মৃতের নাম শঙ্খ মন্ডল ওরফে কিরন মণ্ডল। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বীরভূমের মল্লারপুর থানার মহুরাপুর গ্রামে। শঙ্খ মন্ডলের নিজের বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এদিন। মৃতদেহের কাছ থেকে একটি পাঁচ পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই সুইসাইড নোটে মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের নাম উল্লেখ রয়েছে।

সুইসাইড নোটে লেখা রয়েছে, “আমার মৃত্যুর জন্য দায়ী মল্লারপুরথানার বড়বাবু রাজ কুমার দাস। আমাকে ফাঁসানো হয়েছে। পুরোপুরি সাজিয়ে কেস দিয়েছে। মল্লারপুর থানার পুলিশ বিশেষ করে রাজকুমার দাস যেন শাস্তি পায়। আমার মরার পিছনে কারো হাত নাই। শুধু মল্লারপুর থানার বড়বাবু রাজকুমার দাসের জন্য মরছি।”পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে প্রথমে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ও পরে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহ পাঠানো হয়।

মৃত যুবকের বাবা শান্তিরাম মন্ডল সংবাদ মাধ্যমকে জানান মাসখানেক আগে তার ছেলে শঙ্খ মন্ডলকে মল্লারপুর থানার পুলিশ মিথ্যা ডাকাতির কেস দিয়ে গ্রেফতার করে । প্রায় এক মাস জেল হাজতে ছিল ছেলে। গত ১৫ জুলাই তিনি জামিনে মুক্তি পান। জে থেকে বেরিয়েও শান্তিতে ছিল সে। পুলিশ মিথ্যা ডাকাতির কেস দিয়েছে সেই কারণেই মিথ্যা অপবাদের কারণে সে আত্মহত্যার পথ বেছে নেয়, মৃত্যুর জন্য দায়ী মল্লারপুর থানার পুলিশ অভিযোগ তোলেন মৃতের বাবা। শনিবার বিকালে ময়না তদন্ত সম্পন্ন হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিস্তারিত খবর দেখতে লিংক নিচে দেওয়া আছে।
https://www.facebook.com/share/v/1EwtAywvbE/