জেলার খবর
Trending
মন্দির সংস্কারের সময় মাটির নিচে থেকে উদ্ধার দেড় হাজার বছর প্রাচীন শিব, পার্বতীর মূর্তি।

বোলপুর : প্রায় দেড় হাজার বছরের পুরনো প্রাচীন শিব পার্বতীর মূর্তি উঠে এলো মন্দির সংস্কারের সময় মাটির নিচে থেকে। বোলপুর লাগোয়া শিবপুর মৌজার মধ্যে পড়ে রাজা সুরথেশ্বরের শিব মন্দির । রবিবার এই মূর্তির অভিষেক, যাগযজ্ঞের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে।
