জেলার খবর
Trending

আন্তর্জাতিক দাবা দিবস পালিত হলো বিশ্বভারতীর বিনয় ভবনে।

শান্তিনিকেতন, মুনতাজ রহমান : বিশ্বভারতী ও বীরভূম জেলা দাবা সংগঠনের যৌথ উদ্যোগে। আন্তর্জাতিক দাবা দিবস পালিত হলো বিশ্বভারতীর বিনয়ভবনে।
বীরভূম দাবার সংগঠনের সদস্য তথা বোলপুর মহকুমা দাবা সংগঠনের সেক্রেটারি শুভাশিস খামুরায় বলেন যে, ১৮ই জুলাই পাঠভবনে ও ১৯শে জুলাই শিক্ষা সত্রে একটি কর্মশালার আয়োজন করা হয়।
এদিন হঠাৎ বিশে শে জুলাই বিনয় ভবনের জিমনেসিয়ামের হল ঘরে একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিনয় ভবনের অধ্যক্ষ সমীরণ মন্ডলের কাছে আবেদন করা হয়েছিল তিনি রাজি হন খেলাটি আয়োজনের জন্য। সারা জেলা থেকে ১১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

রাজ্য দাবা সংগঠনের সভাপতি দিব্যেন্দু বড়ুয়ার পরামর্শ মত এই দাবা কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন। এর মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পড়াশোনার শ্রী বৃদ্ধি ঘটানো। তাদের ভালো দিকে মন ঘোরানো আরেকটি দিক। বর্তমানে বিভিন্ন সমাজ মাধ্যমে চোখ রাখলে দেখতে পাওয়া যায় যে ভারতের দাবারুরা সারা বিশ্বের তাবড় তাবড় দাবারুদের হারিয়ে দিচ্ছে। দাবা আমাদের ভারতবর্ষের খেলা। বর্তমানে এই দাবার প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বেড়েছে।

বিনয় ভবনের অধ্যক্ষ সমীরণ মন্ডল জানান বিশ্ব দাবা দিবসের দিন এই প্রথম স্কুল লেভেল দাবা প্রতিযোগিতা হচ্ছে বীরভূম জেলায় সেই প্রতিযোগিতাটি বিশ্বভারতীর বিনয়ভবনে হচ্ছে। তিনি জানান ছেলে মেয়েদের চেয়ে বাবা মায়েদের উৎসাহ অনেক বেশি। যা আগামী দিনে এটা একটা ভালো দিক বলে মনে করেন তিনি।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button