জেলার খবর
Trending

শান্তিনিকেতনের হোটেলে মধুচক্র, আটক ছয় মহিলা

বোলপুর, আমার খবর : শান্তিনিকেতনের হোটেলে মধুচক্রের আসর থেকে আটক ছয় মহিলা। অভিযোগ, শান্তিনিকেতনে অধিকাংশ হোটেলে চলছে মধুচক্রের রমরমা। রবিবার মধ্যরাত্রে শান্তিনিকেতনের তালতোরে বোলপুর আমোদপুর রোডের উপর একটি হোমস্টেতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালিয়ে দেহ ব্যবসায় জড়িত ৬ জন মহিলাকে উদ্ধার করে ও হোটেল মালিক, ম্যানেজারকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানা। এদিনই বোলপুর মহকুমা আদাতলতে তোলা হয় তাদের।

শান্তিনিকেতন এক অন্যতম পর্যটন কেন্দ্র। সারা বছর প্রচুর পর্যটক আসেন। স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন থানার সোনাঝুরি, শ্যামবাটি, প্রান্তিক, গোয়ালপাড়া, তালতোর প্রচুর হোটেল, রিসোর্ট, হোমস্টে রয়েছে। অভিযোগ, অধিকাংশ হোটেলে চলছে মধুচক্র।

গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ , তালতোর এলাকায় বোলপুর আমোদপুর রোডের উপর মা এপার্টমেন্ট হোমস্টে তে দেহ ব্যবসা চলছে। শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ৬ জন মহিলাকে উদ্ধার করে। পাশাপাশি হোমস্টের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ, এই বেসরকারি হোমস্টেতে বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্রের আসর বসাতো। মহিলাদেরকে আশ্রয় দিয়ে দিনের পর দিন দেহ ব্যবসা চলতো। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন জুড়ে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button