
নলহাটি, মুনতাজ রহমান : নলহাটি আজিমগঞ্জ রেলগেট বন্ধ থাকার সময় দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আচমকাই আগুন! কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নলহাটি রেল গেটে আটকে থাকা অসংখ্য মানুষ।
সোমবার বেলা বারোটা নাগাদ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির রেলগেটে।
নলহাটি বাসীদের জন্য দীর্ঘদিনের সমস্যা নলহাটি রেলগেট। ব্যস্ততম রাস্তা হওয়ার জন্য অনেক সময় রেলগেট পড়ে থাকায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি চালকদের। দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে মূহর্ষ রুগী রোগীদের। এদিন প্রতিদিনের মত রেলগেট পড়ে থাকার কারণে অসংখ্য মানুষ কেউ মোটরবাইক সাইকেল কেউ চারচাকা নিয়ে দাড়িয়ে ছিল।

রেলগেট খুলতেই হঠাৎ একটি বাইকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বাইক চালক বাইকটি ছেড়ে পালিয়ে যায়, নিমেষে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় লক্ষাধিক টাকার বাইকটি। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে নলহাটী রেল পুলিশ ও নলহাটি থানার পুলিশ। যান্ত্রিক ত্রুটির কারণে বাইকটিতে আগুন লেগেছে বলে অনুমান সকলের। তবে অনেকেই মনে করছেন গাড়িট জ্বলন্ত অবস্থায় ব্লাস্ট হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। আগুন ছড়িয়ে পড়তো গোটা এলাকা জুড়ে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।