
আমার খবর : উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। মেয়াদ শেষের ২ বছর আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে আচমকা ইস্তফা জগদীপ ধনখড়ের। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে দেওয়া চিঠিতে তিনি স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে তিনি এই মুহূর্ত থেকেই তাঁর পদত্যাগ কার্যকর করার কথা জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন,স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের ৬৭(এ) অনুচ্ছেদ অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। এখন থেকেই তা কার্যকর।”
