জেলার খবর
মুখ্যমন্ত্রী সফর ঘিরে জেলা প্রশাসনের তোর জোড় শুরু।

বোলপুর, মুনতাজ রহমান : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে জেলা প্রশাসনের তোর জোড় শুরু। দফায় দফায় বৈঠক। সকাল থেকে বোলপুরে হাজির বীরভূম জেলা পুলিশ সুপার আমানদ্বীপ, বীরভূমের অতিরিক্ত জেলাশাসক। রয়েছেন রাজ্যের মন্ত্রীর তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ। বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। সম্ভবত ২৯শে জুলাই জামবুনি পাকুড় তলায় পদ যাত্রার পর একটি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই জায়গা এদিন ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।