
ময়ূরেশ্বর, দেবশ্রী মজুমদার : বরাবরই কাজল সেখ নিহত দলীয় কর্মীর পাশে। বীরভূমে কর্মীরা চিরদিনই কাজল সেখ ওরফে ফায়েজুল হককে পাশে পেয়েছেন। কোনোদিন তার ব্যতিক্রম ঘটে নি।
একুশে জুলাই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কোলকাতায় থাকার কারণে নিহত কর্মীর পাশে থাকতে পারেন নি। তাই এলাকায় ফিরে নিহত পরিবারের বাড়িতে সটান হাজির হন বৃহস্পতিবার।
উল্লেখ্য, ময়ূরেশ্বর বিধানসভার বড়তুরিগ্রাম অঞ্চলের বিষিয়া গ্রাম নিবাসী তৃণমূল-কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ বাইতুল্লা সেখ খুন হন। জানা গেছে, ২০১৮-২০২৩ সাল পর্যন্ত ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতির দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে ওনার স্ত্রী মৎস্য কর্মাধ্যক্ষ আছেন। গত ১৯/০৭/২৫ তারিখ সন্ধ্যায় কিছুজন দৃষ্কৃতীর আক্রমণে নিহত হন তিনি।

পরিবারের সাথে দেখা করে ওনার আত্মার শান্তি কামনা করেন তিনি।পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কাজল সেখ বলেন, একুশে জুলাইয়ের সভায় থাকার জন্য আসতে পারিনি। ময়ুরেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ বাইতুল্লা সেখ আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন। তাকে যারা খুন করেছেন পার পাবেন না। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশ প্রশাসন তদন্ত করছে। দোষীরা শাস্তি পাবে। নিহত কর্মীর কন্যা ও পুত্র সন্তান আছে। তাদের পাশে আছি। পরিবারের সদস্যদের বলেছি, তাদের যেকোনো সমস্যায় দল তাদের পাশে আছে।