
নানুর, মুনতাজ রহমান : নানুরে এক পচাগলা মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়ালো বোলপুরে।
বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত পাপুড়ি গ্রামে আলামিন মিশনের পাশ থেকে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
আজ সকালে মৃতদেহটি ঘিরে বোলপুর মহকুমা হাসপাতালের ময়নাতদন্ত কক্ষের সামনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তাদের অভিযোগ, যে গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে সেটি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নিজ গ্রাম। আর কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর বীরভূম সফর থাকায়, প্রশাসন ও পুলিশ পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে। পাপুড়ি গ্রামের পাশের খালা গ্রামে একজন মেয়ে গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। ওই মৃতদেহটি দেখে নিখোঁজ মেয়েটির পরিবারের সন্দেহ, সেটি তাদের মেয়েরই দেহ হতে পারে। যদিও এখনো পর্যন্ত পরিবারের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে, মৃতদেহটি যখন ময়নাতদন্ত ঘর থেকে বের করার চেষ্টা করা হয়, তখন এলাকাবাসীরা বাধা দেন এবং ধস্তাধস্তি করে মৃতদেহটিকে পুনরায় ঘরের ভেতরে ঢুকিয়ে দেন। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

বোলপুর মহকুমা হাসপাতালের সুপার দিবাকর সরদার জানিয়েছেন, “এই মৃতদেহটি এখনো অজ্ঞাতপরিচয় অবস্থায় রয়েছে। কেউ এখনো সঠিকভাবে শনাক্ত করতে পারেনি। এছাড়া, মৃতদেহটি অত্যন্ত পচাগলা হওয়ায় বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা সম্ভব নয়। তাই দেহটি রামপুরহাট মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।” এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা, পাশাপাশি প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন।