জেলার খবর
Trending

হেতমপুর রাজবাড়ীতে একটি পূর্ণবয়স্ক ৯ ফুটের অজগর উদ্ধার

দুবরাজপুর, সেখ অলি মহম্মদ : শতাব্দী প্রাচীন দুবরাজপুরের হেতমপুর রাজবাড়ীতে বিশালাকার অজগর উদ্ধার। হেতমপুর রাজবাড়ীর পেছনের দিকে প্রায় ২০০ বছরের পুরনো কুয়ো থেকে প্রাণের ঝুঁকি নিয়ে একটি পূর্ণবয়স্ক ৯ ফুটের অজগর উদ্ধার করলেন সর্পপ্রেমী অমিত শর্মা। বনদপ্তরের সহায়তায় অজগরটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা।


অজগর দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় রাজবাড়িতে। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। হেতমপুর রাজবাড়ীর রাজকন্যা বৈশাখী চক্রবর্তী জানান, রাজবাড়ীর পেছনে প্রায় ২০০ বছর পুরনো একটি কুয়ো রয়েছে। কিন্তু বর্ষার ফলে কুয়োর আশেপাশে আগাছায় ভর্তি হয়ে যায়। আমি সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য মিস্ত্রি লাগায়। তখনই দেখতে পাওয়া যায় বিশালাকার অজগরটি কুয়োর মধ্যে রয়েছে। তড়িঘড়ি ফোন করা হয় সর্পপ্রেমী অমিত শর্মাকে। তিনি ফোন পেয়ে এখানে আসেন। কিন্তু অজগরটি কুয়োর মধ্যে এমন অবস্থায় ছিল যে তাকে উদ্ধার করা সম্ভব ছিল না। তাই বনদপ্তরকে সাথে নিয়ে এবং নিজের সুকৌশলে কোমরে দড়ি বেঁধে কুয়োর মধ্যে নামেন এবং অজগরটিকে উদ্ধার করেন। এরকম কাজের জন্য আমি অমিত শর্মাকে অনেক ধন্যবাদ জানাই।

পাশাপাশি সর্পপ্রেমী অমিত শর্মা জানান, আমি ফোন পেয়ে তড়িঘড়ি হেতমপুর রাজবাড়িতে আসি। এসেই দেখি রাজবাড়ীর পেছনে কুয়োর মধ্যে অজগরটি রয়েছে। বনদপ্তর ও স্থানীয় মানুষজনদের সহযোগিতায় আমি কোমরে দড়ি বেঁধে কুয়োতে নামি এবং অজগরটিকে উদ্ধার করি। ৯ ফুট লম্বা বিশিষ্ট এটি একটি পূর্ণবয়স্ক অজগর।

Related Articles

Back to top button