জেলার খবর
Trending

জেলায় পা দিয়েই কেষ্টর সঙ্গে কথা মমতার।

বোলপুর, মুনতাজ রহমান : জেলায় পা দিয়েই কেষ্টর সঙ্গে কথা মমতার। বোলপুরে ঢুকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন তিনেকের সফরে বীরভূমে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যা ৭টা ২৯মিনিটে বোলপুরের রাঙাবিতানে পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রীকে আপ্যায়ন করার জন্য উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আইন মন্ত্রী মলয় ঘটক, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিংহ, বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ জেলার অন্যান্য নেতৃত্ব। মুখ্যমন্ত্রী রাঙাবিতানের ভেতরে প্রবেশ করার পরই সকলে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার সময় সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি কেউ। অন্যদি

কে জেলায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ইলামবাজারে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, অনুব্রত মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেখানে অবশ্য দাঁড়ায়নি মুখ্যমন্ত্রীর কনভয়। কিছুক্ষণ পরই রাঙাবিতানে এসে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং অনুব্রত মণ্ডল। জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় মুখ্যমন্ত্রীর। এরপর রাঙাবিতান থেকে বেরিয়ে আসেন অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তবে কী কথা হয়েছে মুখ্যমন্ত্রী ও অনুব্রত মণ্ডলের মধ্যে এ নিয়ে কেষ্ট মুখ খোলেননি সংবাদমাধ্যমের সামনে। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে সকলের নজর এখন বীরভূমের উপর। জেলার রাজনীতির পাশা কোনদিকে উল্টাবে তা হয়তো এই তিন দিনের সফরেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেবেন তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহল থেকে।

Related Articles

Back to top button