জেলার খবর
Trending

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের মুকুটে একটি নতুন পালক, শুরু হচ্ছে DEXA স্ক্যান।

শান্তিনিকেতন,আমার খবর : শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে প্রতি মাসেই নতুন নতুন যন্ত্রপাতি যুক্ত হচ্ছে বিশেষ করে ডায়াগনস্টিক ব্লকে। মূলত বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমান জেলা সহ সংলগ্ন এলাকায় এই প্রথম DEXA স্ক্যান পরিষেবা শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আগামীকাল, ১লা আগস্ট থেকে এই হাসপাতালে চালু হচ্ছে জেলার মধ্যে প্রথম DEXA স্ক্যান পরিষেবা। যা হাড়ের ক্ষয়, অস্টিওপোরোসিস, হাড়ের ঘনত্ব কমে যাওয়া এবং শরীরের ফ্যাট-মাস নিরীক্ষণের এক আধুনিক ও নির্ভরযোগ্য পদ্ধতি। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর অয়ন গোস্বামী জানান, বর্তমানে হাড়ের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, সূর্যালোক গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণের মাধ্যমে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পীট বলেন, “আমাদের লক্ষ্য মানুষকে সুলভে সুচিকিৎসা পৌঁছে দেওয়া এবং আমাদের পরিকাঠামো এমন উন্নত করা যে চিকিৎসার জন্য যাতে জেলার মানুষকে জেলার বাইরে যেতে না হয়। আমরা দেখেছি, বহু রোগী শুধুমাত্র সঠিক সময়ে হাড়ের স্ক্যান না করাতে গিয়ে পরবর্তীকালে জটিল সমস্যায় পড়ছেন। এখন আর তাঁদের দূরে যেতে হবে না। আমাদের এখানে সম্পূর্ণ নিরাপদ, নির্ভুল এবং সুলভে এই পরিষেবা পাবেন।”

Related Articles

Back to top button