
বীরভূম, সিউড়ি, সজল সেখ ও মুনতাজ রহমান : উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়কপথে গুরুত্বপূর্ণ সংযোগস্থল তিলপাড়া ব্যারেজ এখন ধ্বংসপ্রায়। ব্যারেজের ডাউনস্ট্রিম অংশ ভেঙে পড়েছে, আর কোথাও কোথাও নিচের অংশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। বহুদিনের অবহেলায় ব্রিজের নিচের স্ট্রাকচার চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়েছে।

জোরকদমে সংস্কারের কাজ চললেও বাধা হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি। ঝাড়খণ্ড ও বীরভূমে অতিরিক্ত বর্ষণের ফলে এই অবস্থাতেই জল ছাড়তে হচ্ছে ব্যারেজ থেকে। ফলে বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে প্রতিনিয়ত।

গাড়িচালকদের মতে, যে কোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। তিলপাড়া ব্যারেজের সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলেছেন অনেকেই।

জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ জানিয়েছেন, প্রশাসনের তরফে দ্রুত কাজ চালানো হচ্ছে, তবে প্রকৃতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে দুশ্চিন্তা রয়েছে তিলপাড়া ব্যারেজ নিয়ে। কাজল বাবু জানান কয়ের দিন আগেই ৪৮ হাজার কিউসেক জল বয়ে গেছে তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে। তেলপাড়া ব্যারেজের কাজ শুরু করা হয়েছিল বর্ষার আগে থেকেই তবে খুব তাড়াতাড়ি বর্যা রাজ্যে প্রবেশ করাই সমস্যার মুখে পড়তে হয়েছে তিলপাড়া ব্যারেজের মেরামতের কাজ নিয়ে। বিভিন্ন সময় কাজ করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে রক্ষণাবেক্ষণের দলকে। বৃষ্টি দাপট না কমলে দুশ্চিন্তার বিষয় রয়েছে।

অন্যদিকে কিভাবে মেরামত করা যায় তা নিয়ে দফায় দফায় চলছে প্রশাসনিক বৈঠক। তিলপাড়া ব্যারেজ বারবার পরিদর্শন করছেন সরকারি আধিকারিকরা। তবে বাঁধসেদেছে অতি বৃষ্টি। এদিন তিলপাড়া ব্যারেজের পরিদর্শনে আসেন রাজ্যের শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার দেবাশিস সেন। ব্রিজের অবস্থা দেখে তিনিও চিন্তিত। তবে কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে জেলা প্রশাসনের সাথে চলছে দফাই দফায় বৈঠক।