জেলার খবর
Trending

দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উদ্ধার করা হল একটি সাড়ে পাঁচ ফুট লম্বা অজগর।

বক্রেশ্বর : দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উদ্ধার করা হল একটি সাড়ে পাঁচ ফুট লম্বা অজগর। বৃহস্পতিবার রাতে কেন্দ্রের জি.এম. বিল্ডিং-এর পাশের একটি গাছের নিচে এই অজগরটিকে দেখতে পান সর্পপ্রেমী অমিত শর্মা।

তিনি জানান, অজগরটি সম্পূর্ণ সুস্থ ও কমবয়সী। উদ্ধার করার পর দুবরাজপুর বনদপ্তরের হাতে সেটিকে তুলে দেওয়া হয়। অমিতবাবুর কথায়, “বর্ষাকালে এমন নানা প্রজাতির সাপ আশ্রয় খুঁজতে বের হয়। তবে সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে বনদপ্তর বা সংশ্লিষ্ট সংস্থাকে খবর দিন।”

বনদপ্তরের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেলের মধ্যে অজগরটিকে অনুকূল পরিবেশে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button