
বোলপুর, মুনতাজ রহমান(বাপি) : বীরভূমের সিউড়িতে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেন,
“আমি এতদিন রাজনীতি করছি, কিন্তু এরকম ঘটনা কখনও দেখিনি। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ও আমরা বিরোধী দলে ছিলাম, কিন্তু কখনও মুখে কালি লাগাইনি, এ ধরনের আচরণ করিনি।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “বীরভূমে এমন ঘটনা ঘটল, আর গোয়েন্দা বিভাগ (ডিআইবি) কিছুই টের পেল না? এটা কি গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নয়?”

ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনুব্রত মণ্ডলের মন্তব্যে স্পষ্ট, দল এই ঘটনাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না।