বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : বোলপুরে চৌরাস্তা পেরিয়েই শান্তিনিকেতন রোডের উপর রয়েছে রাধাশ্যাম আগরওয়াল সুশীল নামের বস্ত্র প্রতিষ্ঠান। সেখানে শুরু হয়েছে দুদিনের একটি শাড়ি প্রদর্শনী। আজ, শনিবার এবং আগামীকাল, রবিবার দিনভর চলবে এই প্রদর্শনী। দোকানের দ্বিতলে শাড়ির কাউন্টারে হচ্ছে এটি। মূলত স্বাধীনতা দিবসের দিনেই প্রতিবার প্রদর্শনী শুরু হয়। তবে এবারে দুর্গাপুজো অনেকটাই আগে তাই আগেই হচ্ছে এই প্রদর্শনী।
সেই ১৯৬৪ সাল থেকে রাধাশ্যাম আগরওয়াল বোলপুরে বস্ত্র ব্যবসায় প্রসিদ্ধ নাম। ২০১৯ সাল থেকে রাধাশ্যাম আগরওয়াল সুশীল নামে নতুন রূপে এই বস্ত্র প্রতিষ্ঠান পথচলা শুরু করে। প্রতিষ্ঠানের কর্ণধার সুশীল আগরওয়াল জানালেন, এবারে প্রদর্শনীর আকর্ষণ হচ্ছে বাংলার তাঁত তথা বাংলার ঐতিহ্যবাহী শাড়িগুলি। তবে হাল ফ্যাশনের শাড়িও রয়েছে।

কী সুবিধা প্রদর্শনীর? দুর্গাপুজোর আগে লেটেস্ট কালেকশন দেখতে পাওয়া যায় প্রদর্শনীতে। ক্রেতাদের অনেকেই অনেক সময় নানান শাড়ির নাম বলতে পারেন না কিংবা বুঝতে পারেন না ঠিক কী বলে সেই শাড়ি খুঁজবেন। তাই পুজোর বাজার শুরু হওয়ার আগে একবার সকলকে একযোগে দেখিয়ে দেওয়া ঠিক কী কী শাড়ি পাবেন তাঁরা। এমন ব্যবস্থাপনায় যারপরনাই খুশি দোকানের ক্রেতারাও বিশেষ করে মহিলারা। তাঁরা জানালেন, প্রতিবারই এমন উদ্যোগ নেন তাঁদের প্রিয় সুশীল। এবারে পুজো আগে তাই প্রদর্শনীও আগে। চটপট শাড়ি কিনে ব্লাউজ বানানোর তাড়াও তো আছে। দোকানে তাই ঢল নেমেছে মহিলা ক্রেতাদের।