
দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ : মৃত্যুর পর অন্তত শান্তি পাওয়া উচিত—কথাটা প্রবাদে থাকলেও বাস্তব চিত্র তার ঠিক উল্টো। খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাটিয়ালা গ্রামে মৃতদেহ কবরস্থানে নিয়ে যাওয়াটাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গ্রামবাসীরা জানাচ্ছেন, গ্রামের একমাত্র কবরস্থান অবস্থিত আড়াই কিলোমিটার দূরে। সেই কবরস্থানে পৌঁছানোর কোনো পাকা রাস্তা নেই। সম্পূর্ণ কাঁচা ও দুর্গম রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যেতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয়।
বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয় বলে জানান তাঁরা। একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও ফল মেলেনি। শুধু প্রতিশ্রুতি, কাজের কাজ কিছু হয়নি বলেই আক্ষেপ স্থানীয়দের।

গ্রামবাসীরা বলেন, “মরার পরও যদি কষ্ট পেতে হয়, তবে আমাদের মতো দুর্ভাগ্য আর কারও না ইহ। আমরা চাই, অন্তত মরার পরে যেন শান্তিতে পৌঁছানো যায়।”
প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।