জেলার খবর
Trending

মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপনের প্রতিবাদে ধিক্কার মিছিলের সিদ্ধান্ত কোর কমিটির বৈঠকে

বোলপুর, দেবশ্রী মজুমদার : রবিবার কোর কমিটির বৈঠকে ঘটে যাওয়া মুখ্যমন্ত্রীর ছবিতে কালিলেপনের প্রতিবাদে সারা জেলা জুড়ে ব্লক এবং শহরে একটি ধিক্কার মিছিল সংগঠিত করতে যাচ্ছে সোমবার বিকেল চারটে থেকে। এদিনের বৈঠক শেষে সিউড়িতে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপন প্রসঙ্গে বীরভূম সাংসদ শতাব্দী রায় বলেন এটা এক ধরনের অসভ্যতা। অনুব্রত মণ্ডলের পর সাংসদ শতাব্দী রায় ও বললেন পুলিশের আরও সতর্ক হওয়া উচিত ছিল।


কোর কমিটির আহবায়ক অনুব্রত মণ্ডল এবং জেলা কমিটির চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, এদিনের বৈঠকে “আমার পাড়া আমার সমাধান”, ভোটার লিস্ট, ভাষা আন্দোলন এবং একটি ন্যাক্করজনক ঘটনা ঘটে যাওয়া নিয়ে ধিক্কার মিছিল হবে। এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তারা আরো বলেন যে , বীরভূমে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলন শুরু করেছেন, তার প্রেক্ষিতে প্রতি শনিবার ও রবিবার ভাষা আন্দোলন নিয়ে জেলার বিভিন্ন জায়গায় ধর্ণা বা মিছিল হবে। আমার পারা আমার সমাধান শিবির হচ্ছে বিভিন্ন শহরের বিভিন্ন ওয়ার্ডে সেখানে কর্মীদের উপস্থিত থাকতে হবে দেখতে হবে মানুষ যাতে দলমত নির্বিশেষে পরিষেবা পায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোন রং দেখে রাজনীতি করেন না।
জানা গেছে, পরবর্তীতে ১৮ই আগস্ট জেলা কমিটির বৈঠক আছে। এদিনের বৈঠকে বোলপুর দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল আশিষ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা, সাংসদ শতাব্দী রায়, সাংসদ অসিত মাল, কাজল শেখ সুদীপ্ত ঘোষ প্রমূখ।

Related Articles

Back to top button