
বোলপুর, মুনতাজ রহমান(বাপি) : সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপনের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় পথে নামল। জেলা কোর কমিটির ঘোষণা অনুযায়ী, সোমবার বোলপুর শহরে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল অনুব্রত মণ্ডলের নেতৃত্বে।

অনুব্রত মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে পা মেলান শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক। মুখ্যমন্ত্রীর প্রতি অসম্মানের প্রতিবাদ জানিয়ে স্লোগানে মুখরিত হয় গোটা শহর।
অনুব্রত মণ্ডল জানান, “এটা আমাদের কোর কমিটির সিদ্ধান্ত। জননেত্রীকে অপমান করলে তার জবাব পথে নেমে দেওয়া হবে।”