জেলার খবর
Trending

জয়দেব মোড়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, এক যুবকের পা বিচ্ছিন্ন

ইলামবাজার, আমার খবর : জয়দেব মোড়ে ভয়াবহ বাইক দুর্ঘটনা, এক যুবকের পা বিচ্ছিন্ন। ইলামবাজারের দিক থেকে দুবরাজপুর যাওয়ার পথে জয়দেব মোড়ে ঘটল একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সূত্রের খবর, দুই যুবক বাইকে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে থাকা একটি পাইপে ধাক্কা মারে। ধাক্কা এতটাই প্রবল ছিল যে, এক বাইক আরোহীর পা কেটে গিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে গিয়েছিল, ফোনে কারও সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। অপর বাইক আরোহীর পায়েও গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে দু’জনকেই দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ পৌঁছেছে। দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
ছবি অফিস হোয়াটসঅ্যাপে দিলাম।

Related Articles

Back to top button