জেলার খবর
Trending

বৃষ্টিতে ভেঙে পড়ল হেতমপুর-যশপুর সড়ক, যোগাযোগ ছিন্ন

দুবরাজপুর, শেখ অলি মহম্মদ : প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল হেতমপুর থেকে যশপুর গ্রামের সংযোগকারী মূল সড়ক। ঘটনাটি ঘটেছে সোমবার, দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের অন্তর্গত এলাকায়। রাস্তা ভেঙে পড়ার ফলে চরম সমস্যার মুখে পড়েছেন যশপুর ও আশপাশের গ্রামের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই রাস্তায় জল নিকাশির সমস্যা ছিল। তার ওপর গত কালের প্রবল বর্ষণে জলস্তর বেড়ে যায় এবং সড়কের একটি বড় অংশ ভেঙে যায়। এখন পুরো রাস্তাটিই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিদিন স্কুল-কলেজে পড়তে যাওয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে বাজার করতে যাওয়া সাধারণ মানুষ—সকলেই বিপাকে পড়েছেন। কেউ কেউ বিকল্প গ্রামীণ রাস্তা দিয়ে ঘুরপথে চলাচল করছেন, কিন্তু সেগুলিও বৃষ্টির জলে কাদা ও বিপজ্জনক হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের বক্তব্য, দ্রুত ব্যবস্থা না নিলে গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে।” এখন দেখার, কত দ্রুত রাস্তা সংস্কারে পদক্ষেপ নেয় পঞ্চায়েত বা ব্লক প্রশাসন।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button