জেলার খবর
Trending

‘শুশ্রূষা’— শতবিছানার মানবিক ওয়ার্ড উদ্বোধন ১৫ আগস্ট

বোলপুর, মুনতাজ রহমান(বাপি) : শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এক মানবিক দৃষ্টান্ত স্থাপনের পথে এগোচ্ছে। সমাজের প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজনের জন্য তৈরি হচ্ছে একটি বিশেষ ১০০ বেডের ওয়ার্ড— “শুশ্রূষা”, যেখানে সুলভ মূল্যে, এমনকি প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে চিকিৎসা পরিষেবা।

বিশেষত জীবনের শেষ প্রান্তে থাকা বৃদ্ধদের জন্য চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আধুনিক চিকিৎসা পরিষেবাকে সহানুভূতির সঙ্গে যুক্ত করে, এই উদ্যোগ আগামী দিনে গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলেই আশাবাদী চিকিৎসক মহল।

এই ‘শুশ্রূষা’ ওয়ার্ডের শুভ উদ্বোধন হবে ১৫ আগস্ট, দেশের স্বাধীনতা দিবসের দিন।

কলেজের কর্ণধার মলয় পীট জানান—
“শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের মানুষের প্রতি এক সামাজিক দায়বদ্ধতা রয়েছে। কর্মব্যস্ত জীবনে অনেক বৃদ্ধ, বৃদ্ধা ঠিকমতো চিকিৎসা পান না। তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। আমাদের বিশ্বাস, এই ‘শুশ্রূষা’ ওয়ার্ড তাঁদের শেষ বয়সে চিকিৎসার অভাব দূর করতে পারবে।”

শান্তিনিকেতনের পবিত্র ভূমিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শুধুই একাডেমিক শিক্ষা কেন্দ্র নয়, বরং এক মানবিক ও সামাজিক দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে।

এই বিশেষ দিনে, বিশেষ মানুষের উপস্থিতিতে ‘শুশ্রূষা’-র সূচনা যেন এক নতুন যুগের পদক্ষেপ— যেখানে চিকিৎসা কেবল চিকিৎসাই নয়, বরং মানুষের পাশে থাকার এক প্রতিশ্রুতি।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button