জেলার খবর
Trending

প্রয়াত বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য রজতকান্ত রায়

প্রয়াত বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য রজতকান্ত রায়

শান্তিনিকেতন: শিক্ষাজগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন। প্রয়াত হলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য অধ্যাপক রজতকান্ত রায়। মঙ্গলবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

অধ্যাপক রজতকান্ত রায় ছিলেন একজন খ্যাতনামা ইতিহাসবিদ। প্রাচ্যবিদ্যা, সমাজতত্ত্ব ও উপনিবেশিক ভারতের ইতিহাস নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত ছিল। তিনি দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে বিশ্বভারতীর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ২০০১ সাল থেকে ২০০৭ পর্যন্ত।

বিশ্বভারতীর মতো রবীন্দ্র-দর্শনে গড়ে ওঠা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক রায়ের নেতৃত্বে একাধিক শিক্ষামূলক ও প্রশাসনিক সংস্কার সাধিত হয়। তাঁর আমলে শান্তিনিকেতনের শিক্ষা-পরিমণ্ডলে গতি আসে গবেষণার ক্ষেত্রে, এবং ছাত্র-শিক্ষক সম্পর্কও এক নতুন দিশা পায়।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বহু বিশিষ্টজন, প্রাক্তন ছাত্রছাত্রী, সহকর্মী এবং বিদ্বজ্জনেরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শোকবার্তায় জানান, “অধ্যাপক রজতকান্ত রায় ছিলেন শান্তিনিকেতনের আদর্শ ও শিক্ষার ধারক ও বাহক। তাঁর প্রয়াণ বিশ্বভারতীর এক অপূরণীয় ক্ষতি।”

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার তাঁর মরদেহ কলকাতাতেই দাহ করা হয়েছে। শান্তিনিকেতনে শোকসভার আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

Related Articles

Back to top button