জেলার খবর

“কল আছে, কিন্তু জল নেই— এটা কেমন উন্নয়ন?”

কল আছে, কিন্তু জল নেই— এটা কেমন উন্নয়ন?”

ময়ূরেশ্বর, আমার খবর : কলসি–বালতি হাতে পথ অবরোধে মহিলারা। দীর্ঘ সাত মাস ধরে পানীয় জলের অভাবে জেরবার বীরভূমের ময়ূরেশ্বর ২নং ব্লকের কামারহাটি দাসপাড়া। সমস্যার সমাধান না হওয়ায় শুক্রবার সকালে গ্রামবাসীরা নেমে পড়লেন রাস্তায়। হাতে কলসি, বালতি ও নানা পাত্র নিয়ে তারা ঘিরে ধরলেন কোটাসুর–তারাপীঠ রোড।

গ্রামের মধ্যে PHE জল সরবরাহের পাইপলাইন ও ট্যাপ কল থাকলেও বহুদিন ধরে বন্ধ জল সরবরাহ। গ্রামবাসীদের অভিযোগ— পাইপলাইন বসানোর পর মাত্র এক–দু’বার জল দেওয়া হয়েছিল, এরপর আর কোনো জল আসেনি।
বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও মিলেনি কোনো সুরাহা। বাধ্য হয়ে শুক্রবার সকালেই মহিলারা ও গ্রামবাসীরা রাস্তার ওপর বসে পথ অবরোধ শুরু করেন। রাস্তার মাঝখানে কলসি, বালতি সাজিয়ে পানীয় জলের দাবিতে স্লোগান ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ। পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে চলে বচসা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

পাইপলাইন বসানো হয়েছে, কল আছে, কিন্তু জল নেই— এটা কেমন উন্নয়ন?”— প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। তারা জানিয়েছেন, সমস্যা দ্রুত সমাধান না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন।

বিস্তারিত খবর দেখতে  ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button