জেলার খবর
Trending

বোলপুরে বাস্কেটবলে একতার বার্তা, সন্তানদের মাঠে আনায় অভিভাবকদের ধন্যবাদ মন্ত্রীর।

বোলপুরে বাস্কেটবলে একতার বার্তা, সন্তানদের মাঠে আনায় অভিভাবকদের ধন্যবাদ মন্ত্রীর।

বোলপুর, মুনতাজ রহমান : বীরভূমের বোলপুরে ফের জাগছে খেলার প্রতি নতুন উদ্দীপনা। সন্তানদের মাঠে নিয়ে আসায় অভিভাবকদের ধন্যবাদ জানালেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। রবিবার বোলপুর স্কুলবাগান নেতাজী ক্লাব, বোলপুর টাউন ক্লাব ও বোলপুর ইয়াং টাউন ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হল বীরভূম ডিস্ট্রিক্ট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ।

স্কুলবাগান নেতাজী ক্লাব প্রাঙ্গণে বাস্কেটবল হাতে গোলের দিকে বল ছুঁড়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী। আগামী দিনগুলিতে টাউন ক্লাব ও ইয়াং টাউন ক্লাবে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, “এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ক্লাবগুলির মধ্যে ঐক্য থাকলে শুধু খেলার মানসিকতা বাড়বে না, বাচ্চাদের শারীরিক গঠনের ক্ষেত্রেও উপকার হবে।”

ক্লাবের মধ্যে ঐক্য গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলে জানান স্কুলবাগান নেতাজী ক্লাবের সেক্রেটারি সংলাপ বিশ্বাস। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে অন্যান্য ক্লাবও অনুপ্রাণিত হয়ে যৌথভাবে এই ধরনের আয়োজন করবে।

প্রতিযোগিতায় অনূর্ধ্ব -১৩, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ বয়সসীমার ছেলে ও মেয়েরা অংশ নিচ্ছে। তিনটি ক্লাবের মূল মন্ত্র—খেলার মাধ্যমে গড়ে উঠুক নতুন প্রজন্মের স্বাস্থ্য, শক্তি ও শৃঙ্খলা।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button