জেলার খবর

বাংলা বাধ্যতামূলক চাই, নাটক নয় পদক্ষেপ চাই। বোলপুরে পথে বাংলা পক্ষের প্রতিবাদ।

বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : বাংলায় বাঙালি রাজ করবে, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে—এমনই দাবি তুলল বাংলা পক্ষ। রবিবার বোলপুরে পথসভায় বীরভূম জেলা বাংলা পক্ষের নেতৃত্বে দাবি ওঠে, WBCS-এ হিন্দি-উর্দু প্রাধান্য পেরিয়ে বাংলার সঙ্গে আর বেইমানি চলবে না। নাটক নয়, এবার বাস্তবে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে—জোর সুরে জানায় সংগঠন।

বাংলা পক্ষের সদস্য রাহুল মণ্ডল ও মহম্মদ আলি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে হিন্দু-মুসলিম নির্বিশেষে বাঙালিদের উপর অত্যাচার চলছে। সেই অন্যায়ের জবাব বাংলার মানুষ দেবে। তাদের বক্তব্য, যারা অবাঙালি, তারা নিজেদের রাজ্যে ফিরে যাক—এই লক্ষ্যেই লড়াই শুরু হয়েছে এবং রাজ্য সরকারও বিষয়টি নিয়ে সচেতন হতে শুরু করেছে।

বাংলা পক্ষের দাবি, বিজেপি বাঙালি-বিরোধী এবং বাঙালির মেরুদণ্ড ভাঙার চেষ্টা করছে। তাই বাঙালির অধিকার রক্ষায় সর্বস্তরে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button