জেলার খবর
Trending
পানুরিয়া মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু দুইজনের
পানুরিয়া মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু দুইজনের

সদাইপুর, আমার খবর : বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ পানুরিয়া মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুইজনের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিউড়ি থেকে দুবরাজপুরগামী একটি বোলেরো ম্যাক্স পিকআপ ভ্যান এবং দুবরাজপুর থেকে সিউড়িমুখী একটি ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে পানুরিয়া মোড়ের কাছে মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ছোট গাড়িটির চালক ও খালাসী।

খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।