জেলার খবর
Trending

বোলপুর বালিকা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বর্ষামঙ্গল উৎসব

বোলপুর বালিকা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বর্ষামঙ্গল উৎসব

বোলপুর,দেবস্মিতা চট্টোপাধ্যায় : বোলপুর বালিকা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে উঠল হাসি-খুশির সুরে, কচিকাচাদের প্রাণবন্ত অংশগ্রহণে পালিত হলো বর্ষামঙ্গল অনুষ্ঠান। বর্ষার আগমনকে স্বাগত জানাতে বিদ্যালয় চত্বর সাজানো হয়েছিল ফুল, আলপনা ও সবুজের ছোঁয়ায়। সকাল থেকেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রঙিন পোশাকে হাজির হয়ে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত ছিল মরু বিজয়ের গানের তালে বৃক্ষরোপণ। চারাগাছ রোপণ করে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেয় হয়। উপস্থিত অতিথিরাও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং শিশুদের উত্সাহ দেন।

দিনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডঃ প্রলয় নায়েক। এছাড়া উপস্থিত ছিলেন বোলপুর পশ্চিম চক্রের এসআই শুভম সাহা, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাক্ষী গোপাল মন্ডল, পার্থ সারথি পাল, বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা কুন্ডসহ এলাকার বিশিষ্টজনেরা। সকলেই শিশুদের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং এই ধরনের কার্যক্রম নিয়মিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কবিগুরুর গান, নাচ, আবৃত্তি ও কবিতা পাঠে মাতোয়ারা হয়ে ওঠে পরিবেশ। শিক্ষার্থীদের প্রতিভা ও উৎসাহ দর্শকদের মুগ্ধ করে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, এই বর্ষামঙ্গল কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং শিশুদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button