জেলার খবর
Trending
লাভপুর থানার সাউগ্রামে নতুন পুলিশ ফাঁড়ির
লাভপুর থানার সাউগ্রামে নতুন পুলিশ ফাঁড়ির

লাভপুর, আমার খবর : বীরভূম ও মুর্শিদাবাদ জেলার সীমান্ত লাগোয়া লাভপুর থানার সাউগ্রামে স্বাধীনতা দিবসের দিনে উদ্বোধন হলো নতুন পুলিশ ফাঁড়ির। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাঁড়ি চালু হলে দুই জেলার মধ্যে সমন্বয় বাড়বে, আইনশৃঙ্খলা আরও মজবুত হবে এবং দ্রুত পুলিশি সহায়তা মিলবে। পাশাপাশি দাঁড়কা ও কুরুন্নাহার অঞ্চলের জন্যও এখান থেকেই সেবা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আমন দ্বীপ বলেন, “এলাকার মানুষ এখন থেকে এই ফাঁড়িতেই অভিযোগ জানাতে পারবেন, ফলে সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।”