জেলার খবর
Trending

“শিশুদের কৃষ্ণসাজে রঙিন বোলপুর রেলওয়ে ময়দান মন্দির”

“শিশুদের কৃষ্ণসাজে রঙিন বোলপুর রেলওয়ে ময়দান মন্দির”

বোলপুর, মুনতাজ রহমান : শ্রীশ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তিমূর্ছনায় ভরে উঠেছে বোলপুর রেলওয়ে ময়দান দুর্গা মন্দির। ভোর থেকে গীতামন্ত্রে মুখরিত মন্দির প্রাঙ্গণ। পূজা-অর্চনায় অংশ নিতে সকাল থেকেই ভক্তদের ভিড়।

উৎসবের অন্যতম আকর্ষণ শিশুদের কৃষ্ণ সাজো প্রতিযোগিতা। শূন্য থেকে দশ বছরের ছোট্ট ভক্তরা কৃষ্ণ ও রাধার সাজে মন্দির প্রাঙ্গণে হাজির হয়ে যেন ভগবানকে মর্ত্যে নামিয়ে এনেছে। বোলপুরের নানা প্রান্ত থেকে আসা বাচ্চাদের উপস্থিতিতে রেল ময়দান মন্দির ভরে উঠেছে আনন্দ আর ভক্তিতে।

জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব। পুরাণ মতে, অত্যাচারী রাজা কংসের কারাগারে দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান হিসেবে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাঁর আবির্ভাব হয়েছিল ধর্ম রক্ষার জন্য, অন্যায় ও অধর্মের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সেই দিবসেই আজও দেশজুড়ে পালিত হয় জন্মাষ্টমী— ভক্তি, আনন্দ ও ন্যায়ের প্রতীক হয়ে।

প্রতিবছরের মত এই বছরেও বোলপুর রেলওয়ে ময়দান দুর্গা মন্দির শুরু হয়েছে পুজো আর্চার পাশাপাশি দুই দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক আয়োজন— কৃষ্ণ আঁকো প্রতিযোগিতা, কীর্তন, ভজন, নৃত্য পরিবেশনা। আজ দিনভর পূজা-অর্চনার পর আগামীকাল মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে এই ধর্মীয় উৎসব।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button