জেলার খবর
Trending
পুলিশ কর্মীদের সন্তানদের সম্মাননা জানালেন জেলা পুলিশ
পুলিশ কর্মীদের সন্তানদের সম্মাননা জানালেন জেলা পুলিশ

সিউড়ি, আমার খবর : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী পুলিশ কর্মীদের কৃতী সন্তানদের সম্মানিত করল বীরভূম জেলা পুলিশ। সিউড়ি পুলিশ লাইন কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে মোট ৪৮ জন কৃতী শিক্ষার্থীকে (মাধ্যমিকে ২৯ জন ও উচ্চমাধ্যমিকে ১৯ জন) সম্মাননা জানানো হয়।
এদিন উপস্থিত থেকে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ কৃতী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেন এবং ভবিষ্যতের সাফল্যের জন্য তাদের আশীর্বাদ করেন। তিনি জানান, “আগামী দিনে পড়াশোনার ক্ষেত্রে কোন প্রয়োজনে বীরভূম জেলা পুলিশ সর্বদা পুলিশ কর্মীদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।