
বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : বোলপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কালিকাপুর কলনির লোকনাথ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। গতকাল সকাল থেকেই মন্দিরে শুরু হয়েছিল বিশেষ পুজো আর্চা, ভক্তদের ঢল নামতে থাকে সারাদিন। ভক্তরা স্বেচ্ছায় প্রণামি বাক্সে অর্থ দান করেছিলেন।
কিন্তু রাত পেরোতেই সেই ভক্তদের বিশ্বাসে জল ঢেলে দিল চোরেরা। অভিযোগ, মন্দিরের ঘট থেকে শুরু করে যাবতীয় পুজোর সামগ্রী সহ প্রণামি বাক্স তুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরবর্তীতে প্রণামি বাক্সটি মাঠে নিয়ে গিয়ে ভেঙে ভিতরের টাকা বের করে নেয়, তারপর ফাঁকা বাক্স ফেলে রেখে যায়।
এলাকাবাসীর আরও অভিযোগ, চুরি করার সময় যাতে কেউ বাইরে বেরোতে না পারে, সেই জন্য চোরেরা বেশ কিছু বাড়ির দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। এমনকি মন্দিরের প্রবেশপথে থাকা সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেওয়া হয় আকাশের দিকে, যাতে কোনো প্রমাণ না থাকে।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা সকালে এসে মন্দিরের চুরি হয়ে যাওয়া দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঠিক কত টাকার প্রণামি চুরি গেছে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের দাবি, নিয়মিত পুলিশি টহল না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে। তাদের আক্ষেপ, ধর্মীয় অনুষ্ঠানের দিনেই যদি এমন নিরাপত্তাহীনতা তৈরি হয়, তবে সাধারণ মানুষ কীভাবে নিশ্চিন্ত থাকবে!
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।