জেলার খবর
Trending

বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন অনুব্রত মণ্ডল

বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন অনুব্রত মণ্ডল

বোলপুর, আমার খবর : আইসিকে গালিগালাজ কাণ্ডে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন অনুব্রত মণ্ডল। সোমবার সকালেই তাঁর আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেন। দুপুরে দু’টোর পর এই মামলার শুনানিতে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

এদিন সকালেই তাঁর আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেন আদালতে। জানা গিয়েছে, ১০০০ টাকা ব্যক্তিগত বণ্ডে অনুব্রতকে জামিন দেন এসিজেএম ৷ অনুব্রত মণ্ডলের পক্ষের আইনজীবী নূপুর দত্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “অনুব্রত মণ্ডল আত্মসমর্পণ করেছেন৷ বিনা শর্তেই ১০০০ টাকা বণ্ডে তাঁকে জামিন দিয়েছেন বিচারক।” মামলার সরকারি আইনজীবী ফিরোজ কুমার পাল বলেন, “মামলার তদন্তকারী অফিসারকে তদন্তে সহযোগিতা করতে হবে বলেছেন বিচারক ৷ আইও কেস ডায়রি জমা দেননি ৷

তবে উনি পুলিশের কাছে হাজিরা দিয়েছিলেন, তদন্তে সহযোগিতা করেছেন ৷ এছাড়া উনি অসুস্থ, বয়স হয়েছে এই সকল দিক দেখে ১০০০ টাকা বণ্ডে জামিন দেওয়া হয়েছে।”

বিস্তারিত খবর দেখতে  ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button