
বোলপুর, মুনতাজ রহমান : সোমবার গভীর রাতে কালিকাপুর কলোনির লোকনাথ মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। মন্দির থেকে প্রণামী বাক্সের নগদ টাকা সহ পূজোয় ব্যবহৃত বাসনপত্র ও আসবাবপত্র চুরি যায়। ঘটনায় প্রশ্ন উঠেছিল বোলপুর শহরের নিরাপত্তা নিয়ে।
ঘটনার পরই তদন্তে নামে বোলপুর থানার পুলিশ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই মন্দির চুরির রহস্যভেদ করে ফেলল তারা। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার পাশাপাশি পুলিশ গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার ঝর্ণা ডাঙ্গার বাসিন্দা আকাশ শেখকে এই চুরির মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বোলপুর থানার নেতাজি রোডের বাসিন্দা ও বাসনপত্রের দোকান মালিক তপন পাইনকে চোরাই মাল ক্রয়ের অভিযোগে আটক করেছে পুলিশ।

এদিন দুই অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বোলপুর থানা এলাকার সাধারণ মানুষ।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।