
সিউড়ি, আমার খবর : দত্তপুকুর এলাকায় মাদক বিক্রির অভিযোগে এক যুবককে ধরে ব্যাপক মারধর করল স্থানীয় বাসিন্দারা। ধৃত যুবকের নাম পাচু শেখ, বাড়ি লালকুঠিপাড়া এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ওই যুবক এলাকায় এসে মাদক বিক্রি করত। সোমবার রাতে তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। এরপরই বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ সূত্রে খবর, এর আগেও মাদক বিক্রির অভিযোগে পাচু শেখকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।