কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ ২০০ কর্মী সমর্থক
কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ ২০০ কর্মী সমর্থক

রামপুরহাট, আমার খবর : আবারও ভাঙন বিরোধী শিবিরে। রামপুরহাট বিধানসভার অন্তর্গত দখলবাটি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ও সিপিএম নেতা সহ প্রায় ২০০ জন কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
মঙ্গলবার বেলা প্রায় বারোটা নাগাদ রামপুরহাট শহরের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়। এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে জানা যায়, রামপুরহাট-১ ব্লকের দখলবাটি অঞ্চলের মহেন্দ্রপুর গ্রামের কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা রুমেশা বিবি এবং সিপিএমের বুথ সভাপতি সামিউল হাফিজ তৃণমূলে যোগ দেন। তাঁদের সঙ্গে প্রায় দু’শো কর্মী-সমর্থকও ঘাসফুল শিবিরে যোগদান করেন।

এদিন আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষ এখন উন্নয়নের পক্ষে। তাই বিরোধী দলের কর্মী-সমর্থকরা দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন।”
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।