জেলার খবর
Trending

ভোর থেকেই ভক্তদের ভিড়ে মুখর তারাপীঠ মন্দির প্রাঙ্গণ

তারাপীঠ, দেবস্মিতা চট্টোপাধ্যায় : আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠে। ভোরবেলা মঙ্গলারতি দিয়ে শুরু হয় পুজো আর্চা, আর সেই সময় থেকেই মন্দির চত্বর ভরে ওঠে ভক্তদের ভিড়ে। নিষ্ঠা ও ভক্তির সাথে মা তারা’র পুজো দিতে হাজির হন দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার মানুষ।

মন্দির প্রাঙ্গণে সকাল থেকে শোভাযাত্রার মতো দৃশ্য। ভক্তদের সার বেঁধে অপেক্ষা, হাতে প্রসাদ ও পূজা সামগ্রী। অনেকেই রাত্রি জেগে মন্দির প্রাঙ্গণে অবস্থান করেছেন শুধু মা তারা’র দর্শন পাওয়ার আশায়।

ভক্তদের ভিড় সামলাতে জেলা প্রশাসন ও পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মন্দির চত্বরে ও আশেপাশের এলাকায়। ভিড় নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন, মাইকে সচেতনতার বার্তা প্রচার, এবং স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাও করা হয়েছে।

অন্যদিকে, কৌশিকী অমাবস্যাকে ঘিরে জমজমাট হয়েছে তারাপীঠের আশেপাশের বাজার ও হোটেলগুলোও। ব্যবসায়ীরাও খুশি, কারণ কয়েকদিন ধরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button