জেলার খবর
Trending

সিউড়িতে জমি ও বাড়ির পাট্টা বিতরণ, উপকৃত হলেন প্রায় ৪৬০ জন

সিউড়িতে জমি ও বাড়ির পাট্টা বিতরণ, উপকৃত হলেন প্রায় ৪৬০ জন

সিউড়ি, সজল সেখ : জমি ও বাড়ির পাট্টা বিতরণ, উপকৃত হলেন প্রায় ৪৬০ জন এদিন পূর্ব বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত কর্মসূচির অঙ্গ হিসেবে বীরভূম জেলাজুড়ে ভার্চুয়ালি সুবিধা প্রদান কর্মসূচি পালিত হয়। সিউড়ি রবীন্দ্র সদনে অনুষ্ঠিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রায় ৪০০ জনের অধিক গ্রামবাসীর হাতে জমি ও বাড়ির পাট্টা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার আমান দ্বীপ, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা পরিষদ সভাপতি কাজল শেখ, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ প্রশাসনের শীর্ষকর্তারা।

বিশেষ দৃষ্টি কেড়েছে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের এক মঞ্চে একসঙ্গে পাট্টা হস্তান্তরের দৃশ্য। সরকারের এই উদ্যোগে খুশি উপকৃতরা। সিউড়ি, রামপুরহাট, নলহাটি, নানুর, বোলপুর, দুবরাজপুর, রাজনগর সহ একাধিক এলাকার মানুষ এই প্রকল্পে পাট্টা পেয়েছেন।

গ্রামীণ দরিদ্র মানুষের হাতে জমির কাগজ পৌঁছে দেওয়াকে সরকারের বড় সামাজিক সুরক্ষা উদ্যোগ বলে মনে করছেন প্রশাসনের কর্তারা।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button