জেলার খবর
Trending
গর্ভবতী মা ও শিশুদের ১০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স 🚑
গর্ভবতী মা ও শিশুদের ১০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স 🚑

সিউড়ি, সজল সেখ : বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সিউড়ি সদর হাসপাতালে চালু হলো ১০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের জন্য এই পরিষেবা রাখা হয়েছে ১০২ নম্বরে ফোন করলে মিলবে অ্যাম্বুলেন্সের সুবিধা, একেবারে বিনামূল্যে।
অ্যাম্বুলেন্সগুলিতে রয়েছে আধুনিক যন্ত্রপাতি, জরুরি চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত কর্মী। ২৪ ঘণ্টা এই পরিষেবা পাওয়া যাবে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই পরিষেবা চালুর ফলে প্রত্যন্ত এলাকা থেকেও দ্রুত রোগীদের হাসপাতালে আনা সম্ভব হবে।

কি কি রয়েছে অ্যাম্বুলেন্সগুলিতে বিস্তারিত জানালে জেলা স্বাস্থ দপ্তরের আধিকারিকেরা
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।