বীরভূমের বক্রেশ্বর ধামে চাপড়া ষষ্ঠীর পুজোর প্রচলন
বীরভূমের বক্রেশ্বর ধামে চাপড়া ষষ্ঠীর পুজোর প্রচলন

বক্রেশ্বর, সংকল্প দে : ষষ্ঠী দেবী হলেন একজন হিন্দু দেবী, যাকে নেপাল, বাংলাদেশ ও ভারতে শিশুদের কল্যাণদাতা এবং রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। তিনি সন্তানদাত্রী ও তাহার রক্ষাকর্ত্রী দেবী; তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং তিনিই সন্তানের রক্ষাকর্ত্রী, পুরাণ মতে যেহেতু তিনি আদিপ্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশভুতা তাই তাহার নাম ষষ্ঠী দেবী। সম্পূর্ণ বঙ্গ ও ভারতের বিভিন্ন প্রান্তে ষষ্ঠী দেবীর নামে বহু কঠিনতঃ ও সরল দুই প্রকারেই ব্রত প্রচলিত আছে। বিহার সীমান্ত উত্তরপ্রদেশ কিছু অঞ্চল সম্পূর্ণ বিহার ও মিথিলাঞ্চলে এই ষষ্ঠীদেবী ও সূর্য্যদেবতারই উদ্দেশ্যে চৈত্র ও কার্তিক শুক্লা ষষ্ঠী তে ছট্-পূজা অনুষ্ঠিত হয়। সেইখানের লোক ভাষাতে দেবীকে ছঠী-মাই বলে সম্বোধিত করা হয়। এই ব্রত বিহার ও মিথিলাঞ্চলের গৃহস্থদের সবথেকে কঠিনতম ব্রতের মধ্যে অন্যতম।তেমনি দেখা গেলো বীরভূমের বক্রেশ্বর ধামের চাপড়া ষষ্ঠী পুজো করতে।

প্রচলন মতে ভাদ্রমাসের শুক্লা পক্ষের ষষ্ঠীতে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় পালিত হয় চাপড়া ষষ্ঠী ব্রত। সন্তান কামনায় এবং সন্তান-সন্ততি যাতে সুস্থ ও ভাল থাকে তার জন্য বিবাহিতা নারীরা এই ব্রত পালন করে থাকেন। বাংলা বছরের প্রায় সব মাসেই ষষ্ঠীদেবীর পূজা করা হয়ে থাকে। নানা রকম নামে তাকে পূজা করা হয়ে থাকে। ভাদ্র মাসে চাপড়াষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর পূজা করা হয়। তবে মূলত প্রকৃতি ফলবতী হওয়ার কামনায় উদযাপন করা হয়ে থাকে। সেখানে দেখা যায় বহু ভক্তদের ভীর ।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।