জেলার খবর
Trending

বক্রেশ্বর ধামকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা রাজ্য সরকারের

বক্রেশ্বর ধামকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা রাজ্য সরকারের

বীরভূম, বক্রেশ্বর, সংকল্প দে : এমন একটি গন্তব্য যা আমাদের মন, দেহ এবং আত্মায় শান্তি এবং প্রশান্তি বয়ে আনে। এটি অবশ্যই আমাদের জীবনের নতুন এবং সতেজ দৃষ্টিভঙ্গি দিয়ে সমৃদ্ধ করবে যেমনটি আমরা জানি।
বক্রেশ্বর ৫১টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। একারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে। আর এই সব দৃষ্টান্ত মূলক পর্যবেক্ষন করতে আসতেই হবে , বীরভূমের বক্রেশ্বর ধামে। আর এবার বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বরকে আধুনিক ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্যোগে গোটা বীরভূমের বক্রেশ্বর ধামকে নতুন রূপে সুসজ্জিত করার পরিকল্পনা নিয়েছে। এবং তার কাজও চলছে। ইতি মধ্যেই বক্রেশ্বর সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন তারা। বক্রেশ্বরের শ্মশান ঘাট থেকে শুরু করে মন্দির কুন্ড সহ একাধিক জায়গার কাজ হবে। এর পাশাপাশি এখানেই রয়েছে ঐতিহ্যবাহী উষ্ণপ্রস্রবণ। যেখানে প্রতি বছর শীতকালে অসংখ্য ভক্ত ও পর্যটক এই উষ্ণ প্রস্রবণে স্নান করতে আসেন। যেখানে মহিলা ও পুরুষদের আলাদা আলাদা স্নানের ঘাট রয়েছে। সেই ঘাটও সংস্কার হবে।

এই শহরে দশটি উষ্ণ প্রস্রবণ আছে; এগুলি হল – পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খরকুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। বীরভূমের বিখ্যাত সতীপীঠ গুলির অন্যতম বক্রেশ্বর যা রাজ্য সরকারের পক্ষ থেকে আধুনিক ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নিল।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button