
শান্তিনিকেতন, দেবশ্রী মজুমদার : বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষের সভাপতিত্বে শান্তিনিকেতনে অনুষ্ঠিত হলো হেরিটেজ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমনদীপ, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুর পৌরসভার জনপ্রতিনিধি-সহ প্রশাসনিক আধিকারিকরা।
মন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তনী চন্দ্রনাথ সিংহ বৈঠক শেষে জানান, আলোচনাটি যথেষ্ট সদর্থক হয়েছে। বিশ্বভারতী অতীতের ভুল শুধরে নিয়ে রাজ্য সরকারের সহযোগিতা চাইছে। রাজ্য সরকারও সবসময় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে।

এদিন বৈঠকে বিশ্বভারতী মানচিত্রের মাধ্যমে বাফার জোন, সেমি বাফার জোন ও কোর জোন চিহ্নিত করে দেখায়। ফলে সুনির্দিষ্ট নির্দেশিকা তৈরি হলে পৌরসভার কাজও সহজ হবে। বর্তমানে পৌরসভার অনুমতি নিয়ে ঘরবাড়ি তৈরি করলেও, অনেক ক্ষেত্রে বিশ্বভারতীর পক্ষ থেকে আপত্তি তোলা হচ্ছে।
চন্দ্রনাথবাবু বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার ঐকমত্যে পৌঁছাতে পারলে এই জটিলতা কেটে যাবে এবং বিষয়টি ফলপ্রসূ হবে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।