জেলার খবর
Trending

বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনের ৬৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনের ৬৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

শান্তিনিকেতন, আমার খবর : বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবন মর্যাদা ও গৌরবের সঙ্গে উদযাপন করল তাদের ৬৩তম প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, প্রধান অতিথি ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লাইফ সাইন্সের ডিন তথা বিশ্বভারতীর কৃতি প্রাক্তনী সুপ্রিয় চক্রবর্তী ও পল্লিশিক্ষা ভবনের অধ্যক্ষ বিনয় কুমার সরেন। অতিথি সংবর্ধনা, বৈদিক মন্ত্রোচ্চারণ, প্রদীপ প্রজ্বলন ও ছাত্রছাত্রীদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এই উপলক্ষে পল্লিশিক্ষা ভবনের বিকাশ ও উন্নতি নিয়ে বিশেষ বক্তৃতা প্রদান করা হয়। প্রতিষ্ঠা দিবসের অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান, যেখানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম স্থানাধিকারীদের “সুদীপকুমার লাহিড়ী মেমোরিয়াল গোল্ড মেডেল” তুলে দেন উপাচার্য ও অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া, বিশেষ পুরস্কার পান তানিয়া সুলতানা, অদিতি দাস ও পীয়ুষ বানিয়া। গবেষণা ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ২৭ জন গবেষককেও সম্মানিত করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। এছাড়া বিভাগে দীর্ঘদিনের অবদানের জন্য প্রাক্তন শিক্ষক ও কর্মীদেরও সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথি সুপ্রিয় চক্রবর্তী এদিন জলবায়ু পরিবর্তন ও উদ্ভিদে চাপ-সহিষ্ণুতা নিয়ে মূল বক্তৃতা প্রদান করেন। যা ছাত্রছাত্রী ও গবেষকদের মধ্যে নতুন দিশা, প্রাসঙ্গিক জ্ঞান ও বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি যোগাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট বিভাগ।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button