জেলার খবর
Trending

#rampurhat #BolpurNews #birbhumnews #bolpurbirbhum #bolpursantiniketan #visvabharati #Dubrajpur #bolpur #santiniketan #suri #Birbhum #bolpursantiniketan #BirbhumDistrict Santiniketan - আমাদের শান্তিনিকেতন

মখ্দুম আশরফ সমিতির উদ্যোগে রোগীদের ফল বিতরণ

দুবরাজপুর , শেখ অলি মহম্মদ : প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্ব নবী দিবস উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর মখ্দুম আশরফ সমিতির উদ্যোগে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে শতাধিক রোগীকে ফল বিতরণ করা হয়। পাশাপাশি চিকিৎসক, নার্স ও হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীদের হাতে জ্লের বোতল ও ফল তুলে দেওয়া হয় মখদুম আশরফ সমিতির পক্ষ থেকে।

পাশাপশি এদিন হাসপাতলে কর্তব্যরত চিকিৎসককে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়। দুবরাজপুর গ্রামীন হাসপাতাল ছাড়াও এদিন সকালে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মীদের হাতে ফল এবং জলের বোতল তুলে দেওয়া হয়। দুবরাজপুর অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতালের সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজকে সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়। এদিন মখ্দুম আশরফ সমিতির সভাপতি মহম্মদ গোলাম ইয়াজদানি ও সদস্য মহম্মদ রাসিদ জানান, আমাদের সমিতির এবারে রজতজয়ন্তী বর্ষ।

তাই আমরা ৩১শে আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নিয়েছি। ফল বিতরণও আমাদের কর্মসূচির মধ্যেই পড়ে। তাই আমরা দুটি হাসপাতালে আজ ফল বিতরণ করলাম।
দুবরাজপুর থেকে শেখ ওলি মহম্মদ এর রিপোর্ট আমার খবর বীরভূম

Related Articles

Back to top button