জেলার খবর
Trending

অঞ্চল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা রাজনগর চক্রের, চন্দ্রপুরে

অঞ্চল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা রাজনগর চক্রের, চন্দ্রপুরে

রাজনগর, সংকল্প দে : বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশ মতো জেলাজুড়ে চলছে অঞ্চল ভিত্তিক আন্তর্বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশ মতো এদিন বৃহস্পতিবার রাজনগর চক্রের চন্দ্রপুর থানার চন্দ্রপুর অঞ্চলের ২০-টি নিম্ন বুনিয়াদী ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে ১২টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।যেমন খুশি তেমন সাজো,কবিতা,আবৃতি,নাচ,গান সহ অন্যান্য ইভেন্টে কচিকাঁচা ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।জানা যায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ১ম স্থান করবে আগামীতে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সার্কেল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হবে।ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


প্রধান অতিথি উপস্থিত ছিলেন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জ্ববা কিস্কু,শিক্ষক শিক্ষিকারা,বিশিষ্টজনেরা ও কচিকাঁচা ছাত্রছাত্রীরা
বিচারক হিসাবে থেকে উপস্থিত ছিলেন
দেবব্রত পৈতন্ডি, বিমল সোম, অভিষেক রায়, আশীষ গাঙ্গুলী, দেবাশীষ আচার্য্য, অমিতা মুখার্জী, জগবন্ধু মন্ডল, প্রিয়ঙ্কর দত্ত।

Related Articles

Back to top button